
মৌলভীবাজার থেকে মোঃ দুদু মিয়া তানভীর।
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামে একটি গাভী জন্মদেয় এক মানুষরুপি বাছুর।
আজ ৮ জুলাই ( শনিবার) স্থানীয় সূত্রে জানা যায়, লামুয়া গ্রামের বিজয় দাসের একটি গাভী আজ সকালে একটি মৃত বাচ্ছা প্রসব করে যা দেখতে মানুষের মুখমন্ডল আকৃতির।
বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং গাভীটির বাচ্ছাটিকে এক নজর দেখতে দূরদূরান্ত থেকে লোকজন ছুটে আসতে শুরু করে। এব্যাপারে বিজয় দাস বলেন এ ঘটনা অলৌকিক, সব কিছু উপর ওয়ালা জানেন।এলাকায় চাঞ্চল্য ও লোক সমাগম সামাল দিতে তিনি মৃত বাছুরটিকে মাটি চাপা দেন।