“মৌলভীবাজারে আসন্ন শীতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রস্তুতি সভা”

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

মোঃ দুদু মিয়া তানভীর, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজারে আসন্ন শীতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রস্তুতি সভা।

মৌলভীবাজারে আসন্ন শীত মৌসুমে করোনা ভাইরাসের সম্ভাব্য ২য় ধাপে সংক্রমণ রোধে প্রস্তুতি ও করণীয় নির্ধারণে  সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে জেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও ব্যবস্থানা কমিটির আয়োজনে জেলা প্রশাসক হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও ব্যবস্থানা কমিটির সভাপতি মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় অংশ নেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ  ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি  জনাব নেছার আহমদ, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম, সিভিল সার্জন তৌওহিদ আহমদ, মৌলভীবাজার সদর পৌরসভার মেয়র ফজলুর রহমানসহ কমিটির অন্য সদস্যরা।
শীত মৌসুমে করোনা ভাইরাসের সম্ভাব্য ২য় সংক্রমণ প্রতিরোধ ও প্রস্তুতি নিয়ে সভায় আলোচনা হয়। কভিড-১৯ মোকাবেলায় সামাজিক দুরত্ব মেনে চলা, মাস্ক পরিধাণসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণের মাঝে আরো সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ দেন বক্তারা। সেইসাথে সচেতনা বৃদ্ধিতে সকলের সহযোগীতা চান জেলা প্রশাসক।

Categories