মৌলভীবাজারের জুড়ীতে পানিতে ডুবে ৩ বছরের এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০
মোঃ দুদু মিয়া তানভীর, মৌলভীবাজার জেলা প্রতিনিধি।
মৌলভীবাজার জেলার জুড়ীতে বাড়ির পাশে পানিতে ডুবে ৩ বছরের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।
২১ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত শিশুর চাচাতো ভাই শাওন আহমদ জানান, নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা প্রবাসী লকুছ মিয়ার মেয়ে জারা ফেরদৌসী (৩) বাড়ীর লোকজনের অগোছরে ঘরের বাহিরে বের হয়। কিছুক্ষণ পর তাকে সবাই খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ীর পাশে ভাসমান পানিতে তার লাশ ভাসতে দেখা যায়। বাদ আছর তার দাফন সম্পন্ন হয়েছে।
জুড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন

 


Categories