মেসিকে ১২ কোটি টাকা জরিমানা করল বার্সেলোনা

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০

প্রাক মৌসুমের  অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বার্সেলোনার করোনা পরীক্ষায় অংশগ্রহণ করেননি  মেসি।  এতে অন্তত এটি পরিষ্কার  হয়েছে যে, নতুন কোচ  কোম্যানের অধীনে প্রথম  অনুশীলনে অংশ নিচ্ছেন না তিনি।

তবে প্রাক অনুশীলন সেশনে যোগ না দেওয়ার  লিওনেস মেসিকে জরিমানা গুণতে হবে ১.১ মিলিয়ন পাউন্ড ,যা বাংলাদেশী টাকায় ১২ কোটিরও বেশি ।স্পানিশ ক্রীড়া  দৈনিক মার্কা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মার্কা আরও জানান ,দলের সঙ্গে যোগ না দেওয়ার কারণে মেসিকে আরও  বড় শাস্তি দিতে পারে বার্সা। মেসি চলে যাওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই বার্সার সঙ্গে তার বনিবনা হচ্ছিল না ।


Categories