
কামরুল হাসান, কুমিল্লা:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। উপজেলায় নতুন আক্রান্ত ১৮জন সহ মোট আক্রান্ত ২০৩ জন।
নতুন আক্রান্তদের মধ্যে পুলিশ সদস্য রয়েছে ০৭ জন, ০১ জন ব্যাংকা কর্মকর্তা, সদর হাসপাতালের জরুরী বিভাগের একজন ও ০৪ জন স্বাস্থ্য কর্মী। এছাড়াও ০১ জন করে আক্রান্ত হয়েছেন উপজেলার কামাল্লা গ্রামের গ্রাম পুলিশের ছেলে, সদর এলাকায় ভাড়াটিয়া, বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর ও রহিমপুর গ্রামের অধিবাসী।এদিকে গত বৃহস্পতিবার করোনার উপসর্গ নিয়ে ভবানীপুর গ্রামের ১জন মহিলা মৃত্যু বরণ করেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সিরাজুল ইসলাম মানিক বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলায় মোট আক্রান্তদের মধ্যে ১জন চিকিৎসক, ২৩জন স্বাস্থ্যকর্মী ও ১জন স্বেচ্ছাসেবক ল্যাব টেকনেশিয়ান রয়েছে। অপরদিকে এ উপজেলা সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ্য হয়েছে ১২০ জন।
প্রশাসনের সর্বোচ্চ নজরদারি স্বত্তেও জনসচেতনতার অভাবে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন স্থানীয় জনগণ ও প্রশাসন।