“মুরাদনগরের_হায়দরাবাদ_বিদ্যুৎপৃষ্ট_হয়ে_মর্মান্তিক_দূর্ঘটনা”

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০
মোঃ সাখাওয়াত হোসেন,মুরাদনগর,কুমিল্লা।

মুরাদনগরের হায়দরাবাদ বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক দূর্ঘটনা।

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বর্তমান বাঙ্গরাবাজার থানার হায়দরাবাদ (সিদ্ধেশ্বরী) বাজারে বিদ্যুৎ এর খুটিতে বৈদ্যুতিক শক খেয়ে মর্মান্তিক দূর্ঘটনার শিকার হয় এক বিদ্যুৎ কর্মী।
১৩ই সেপ্টেম্বর রবিবার বিকাল ৪টায় এ মর্মান্তিক ঘটনার শিকার হয়ে মারাত্মকভাবে আহত হয় সে।
বেশ কিছুদিন যাবৎ কুমিল্লা পল্লী বিদ্যুৎ-০১ দৌলতপুর (সাব-ষ্টেশন) এর আওতাধীন বিভিন্ন এলাকায় চলছে বৈদ্যুতিক খুটি ও তার পাল্টানো।
তারই ধারাবাহিকতায়, রবিবার বিকেল ৪টা নাগাদ হায়দরাবাদ (সিদ্বেশ্বরী) বাজারে এক বিদ্যুৎ কর্মী খুঁটিতে উঠলে এ মর্মান্তিক দূর্ঘটনার শিকার হয়।
পরে তাকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়।

Categories