“মুরাদনগরের চাপিতলায় ভূমিদস্যু শহিদুল ইসলাম (শহিদ ডিলার) গংদের অত্যাচারে অতিষ্ট গ্রামবাসী”

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০
মোঃ সাখাওয়াত হোসেন, মুরাদনগর,কুমিল্লা।

মুরাদনগরের চাপিতলায় ভূমিদস্যু শহিদুল ইসলাম (শহিদ ডিলার) গংদের খুটির জোর কোথায়।

কুমিল্লা  জেলার মুরাদনগর উপজেলাধীন চাপিতলা গ্রামের শহিদুল গংদের অত্যাচারে অতিষ্ট গ্রামবাসী। ভূমিদস্যু শহিদুল বিগত বহু বছর যাবত ছালাম ভূইয়াদের জমি জোরপূর্বক দখল করে চাষাবাদ করছে।
এ ব্যাপারে একাধিকবার  শালিসিদারদের দ্বারা শহিদুলের জমি পরিমাপের মাধ্যমে মীমাংসা করা হয়। কিন্তু দিনকয়েক পরই ভূমিদস্যু শহিদুল গং সালাম ভূইয়াদের ভূমি দখলে মেতে উঠে।
সর্বশেষ ২০১৮ সালে বাঙ্গরা বাজার থানার এস আই আমিনুল ইসলাম ও চেয়ারম্যান কাইয়ুম ভূইয়ার নেতৃত্বে এবং উভয় পক্ষের উপস্থিতি ও সম্মতিতে জমি পরিমাপের মাধ্যমে সীমানা পিলার বসানো হয়। এর দুইদিন পর শহিদুলের চাচাত ভাই সামছুল তার জমির সীমানা পিলার উঠিয়ে সাংবাদিক জায়েদুল হক ডালিম ভূইয়াদের পুকুরপাড় কেটে দখল করে তার জমিতে রুপান্তর করে।
উল্লেখ্য সামছুল আব্দুল জলিলের পুত্র শাকিরনের নিকট ৩৪১৭/৯ শতক ও ৩৪১৮/৯ শতক উক্ত জমি বিক্রি করিয়াছে তথাপিও সে তার লোলুপ দৃষ্টি ভূইয়াদের জমিতে বিদ্যমান রাখিয়াছে। অপরদিকে ভূমিদস্যু শহিদুল সীমানা পিলার অতিক্রম করিয়া সাংবাদিক জায়েদুল হক ডালিমের পুকুরপাড়ের প্রায় ৫-৬ ফুট জায়গা কেটে তার জমিতে রুপান্তর করে। উক্ত ঘটনায় সালাম ভূইয়া শহিদুল গংদের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করলেও আশানুরুপ আইনি সহায়তা না পেয়ে তিনি খুবই হতাশ।
শহিদুল গংরা উক্ত বিলের পানি প্রবাহের একমাত্র সরকারি খালটি দখল করে যার ফলে সামান্য বৃষ্টিতে উক্ত বিলের সকল ফসলি জমি পানিতে তলিয়ে কৃষকশ্রেণীর ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। এ ব্যাপারে শহিদুল গংরা কাউকে পরোয়া না করে তাদের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রেখেছে। এরুপ ঘটনা চলমান থাকলে আইন ও সমাজব্যবস্হার ধংস অনিবার্য। তাই এলাকার সর্বস্তরেরর মানুষ এরুপ সন্ত্রাসী কর্মকান্ড বিহিতকরনে আইনের সঠিকতর প্রয়োগ কামনা করেন।
এ ব্যাপারে শহীদুল ইসলাম (শহীদ ডিলার) এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

Categories