মুজিববর্ষে শিক্ষা জাতীয়করণের দাবিতে ফোরামের মতবিনিময় সভা

জহিরুল হক, বরগুনা প্রতিনিধি:
মুজিববর্ষে বেসরকারি শিক্ষা জাতীয়করণের দাবিতে মতবিনিময় সভার আয়োজন করেছে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের বরগুনা জেলা কমিটি।
আজ ২৭ সেপ্টেম্বর বেলা ১১ ঘটিকায় বরগুনা রেড ক্রিসেন্ট বিদ্যানিকেতন মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব সাইদুল হাসান সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মুদাচ্ছির আলম, মোঃ হারুন-অর-রশিদ হাওলাদার, কাজী আনোয়ার হোসেন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আবদুল জব্বার, সৈয়দ এনামুল হক, মো. রেহান উদ্দিন, গাজি মামুন আল জাকির, সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল ইসলাম মাসুদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ কামরুল হাসান, যোগাযোগ ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ গোলাম সাদেক, প্রচার সম্পাদক মোঃ মতিউর রহমান দুলাল, যুগ্ম দপ্তর সম্পাদক মোঃ তোফায়েল সরকার ও কার্যকারী সদস্য মোঃ হারুন ও মোঃ জুয়েল হাওলাদার প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও ও বরগুনা জেলা সভাপতি সোহেলী পারভীন। সভা সঞ্চালনায় ছিলেন বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক।
সভায় মুজিববর্ষে সকল প্রকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করে মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে বক্তারা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

ফোরামের কেন্দ্রীয় সভাপতি সাইদুল হাসান সেলিম তার বক্তব্যে বলেন, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে শুধুমাত্র সরকারের সদিচ্ছাই যথেষ্ট এতে অতিরিক্ত কোন টাকা পয়সার প্রয়োজন হবে না। আমাদের বিদ্যালয়ের সম্পদ এবং ছাত্র বেতন থেকে যে আয় হয় সরকার বিদ্যালয়গুলো জাতীয়করণ করলে সেই অর্থেই পুরোপুরি সংকুলান হয়।
কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হচ্ছে না। আমরা আশা করছি, মুজিববর্ষে এই শিক্ষাবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার মুখ থেকে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা আসবে।