মুজিববর্ষেই বিদ্যুৎ সংযোগ পেল কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল গ্রামের চকিঘাটার টেক।
আকুল হোসেন,গাজীপুর।
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল গ্রামের চকিঘাটা টেকের বিদ্যুৎ সংযোগ ছিল না আজকের ২৯ জুলাই ২০২০ খ্রি. রাত নয়টার পূর্ব পর্যন্ত। দীর্ঘদিন অন্ধকারে থাকার পর আজ আলোর মুখ দেখলাম। দীর্ঘদিন কুপির বাতি, হারিকেনের আলোর সাহায্যে এই গ্রামের জনগণ জীবন অতিবাহিত করে আসছে। অসহ্য গরমের কারণে জনজীবনে স্বস্তি ছিল না। ডিজিটাল যুগের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল এ গ্রামের জনগণ এতদিন। আজ মনে হচ্ছে এই গ্রামের জনগণ ডিজিটাল যুগের ছোঁয়া পেল।
দীর্ঘদিন অপেক্ষা করার পর আজ ২৯ জুলাই ২০২০ খ্রি. রাত ৯ টায় ডিজিটাল যুগের আলোয় আলোকিত হলো এই গ্রামের জনগণ । বিদ্যুৎ ছাড়া জীবনের মহামূল্যবান সময়টুকু অতিক্রম করল এই গ্রামের জনগণ। এই মুজিববর্যেই আজ এই গ্রামের জনগণ বিদ্যুতের সুযোগ সুবিধা পেল।
অভিনন্দন জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই মুজিববর্যেই বিদ্যুতের সুযোগ সুবিধা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য।