“মুক্তির প্রহর” মোঃ সাইদুল হাসান সেলিম

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০
bty

মুক্তির প্রহর খুঁজি বিস্তীর্ণ প্রান্তরে
নিপিড়িতের জন্য ধন্যবাদ।
আমলাতন্ত্রের রোষানলে অহর্নিশ
বুকে চেপে আর্তনাদ।

দীর্ঘকাল চক্রান্তের শিকার
হৃদয় ঝালসানো রুটি।
অধিকারের সমরে ঐক্য হোক
পাশে বাঁধুন জুটি।

বঞ্চিত করে বৈষম্যের শিকার
কতো জ্বালাবে বল?
ন্যায় অধিকারে ও ছুরিকাঘাত
প্রাণে মারার কল।

বঞ্চনা বৈষম্য সৃষ্টিকারী
রাহুর করাল গ্রাসে।
অস্তিত্ব রক্ষায় জেগে উঠুন
হায়েনা বিনাশে।

রণাঙ্গনের রক্তিম দ্রোহের আভা,
নীল চেতনায় মেখে।
স্বস্তির নিশ্বাস নিতে চাই
বুকে মৃত্যু লেখে।

আপন ত্যাজে জ্বলে বাঁচুন
দেখুন পৃথিবী বহমান।
বুক চিতিয়ে ক্ষোভ প্রশমন
ভয় করিনা জলকামান।

রাস্তায় নেমে গর্জে ছাড়ুন
হায়দারী হাঁক।
বৈষম্য নামের আবর্জনার স্তূপ
রাক্ষসরা নিপাত যাক।

লেখক
মোঃ সাইদুল হাসান সেলিম


Categories