“মিছেমিছি” মোঃ তরিকুল আলম তারেক

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০

*মিছেমিছি*     মোঃ তরিকুল আলম তারেক।

কেউ আসার কথা নেই
তবু্ও একাকী দাঁড়িয়ে আছি
তবে কি মন চাইছে কেউ একজন আসুক
কেউ কথা দেওয়ার নেই
তবুও আশায় দিন পার করি
তবে কি মন চাইছে কেউ একজন কথা দিক
কেউ অপেক্ষায় থাকার নেই
তবুও অপেক্ষায় কাটে সময়
তবে কি মন চাইছে কেউ একজন অপেক্ষায় থাকুক
কেউ খোঁজ নেওয়ার নেই
তবুও দুচোখে লুকানো বিশ্বাস
তবে কি মন চাইছে কেউ একজন খুঁজে ফিরুক
কেউ অভিমান করার নেই
তবুও অভিমানী হয় মন
তবে কি মন চাইছে কেউ একজন অভিমান করুক
কেউ ভালবাসা দেওয়ার নেই
তবু্ও শূন্যতা এসে ভর করে
তবে কি মন চাইছে কেউ একজন ভালবাসায় জড়িয়ে রাখুক।
জানি এর কোনটাই হবার নয়
তবুও মন চায়,
মিছেমিছি কেউ একজন অন্তত আসুক
কেউ একজন কথা দিক
কেউ একজন অপেক্ষায় থাকুক
কেউ একজন খুঁজে ফিরুক
কেউ একজন অভিমান করুক
কেউ একজন অন্তত মিছেমিছি ভালবাসায় জড়িয়ে রাখুক।
হোক না তা মিছেমিছি,
তবুও হোক।।

Categories