
মাস্ক না পরায় ১৭ জনকে জরিমানা করেছে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা।
কিশোরগঞ্জ জেলার ভৈরবে মাস্ক না পরে বাইরে চলাচল করায় ১৭ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ভৈরব বাজার কাচারি রোডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৭ ব্যক্তির কাছ থেকে ৬ হাজার ৪শ টাকা জরিমানা বাবদ আদায় করেন।
এ সময় তিনি (কোভিড-১৯) করোনাভাইরাস মহামারি সংক্রমণরোধে মানুষ-জনকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে বলেন এবং লোক সমাগম এড়িয়ে চলতে অনুরোধ করেন।
একই সময় তিনি লাইসেন্স ছাড়া মোটর সাইকেল চালানোর অপরাধে তিন ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেন। বাংলাদেশ সড়ক পরিবহণ আইন ২০১৮ অনুযায়ী তাদের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়।