“মালয়েশিয়ার আল বুখারি বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর নিযুক্ত করা হয়েছে ড. ইউনূসকে”

ড. মুহাম্মদ ইউনূস
মালয়েশিয়ার আল বুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর নিযুক্ত করা হয়েছে ড. মুহাম্মদ ইউনূসকে।
নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন । এবার আরও একটি বিশ্ববিদ্যলয়ের চ্যান্সেলরের দায়িত্ব নিলেন। মালয়েশিয়ার আল বুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর নিযুক্ত করা হয়েছে ড. ইউনূসকে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক বিবৃতি থেকে এই তথ্য জানা গেছে।
২০১৮ সালের সেপ্টেম্বরে কার্যক্রম শুরু করেছে আল বুখারি বিশ্ববিদ্যালয়। মাত্র ২ বছরের মাথায় ৩৭টি দেশের শিক্ষার্থীরা সেখানে ভর্তি হয়েছেন। তবে শিক্ষার্থী সংখ্যা সেই তুলনায় কম, বর্তমানে ২১৮ জন ছাত্র-ছাত্রী পড়াশোনা করছেন। চলতি বছরের ডিসেম্বর নাগাদ এই সংখ্যা পৌঁছে যাবে ৮০০ তে। কর্তৃপক্ষ বলছে, পরের পাঁচ বছরে শিক্ষার্থী পৌঁছবে ৩ হাজারের কোটায়।
আল বুখারি বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হয় আল বুখারি ফাউন্ডেশনের অধীনে। ড. মুহাম্মদ ইউনূসের যোগদান প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের মতো যারা সামাজিক বাণিজ্য ধারণাকে কাজে লাগিয়ে মানুষের সেবা করতে চায়, তাদের জন্য এটা একটা সুযোগ। শিক্ষার্থীদের সেই সুযোগ করে দেওয়ার জন্য ড. ইউনূসকে নিয়োগ দেওয়া হয়েছে।