**মা,মাটি,মানুষ** ছন্দা দাশ

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২০

*মা,মাটি,মানুষ*         ছন্দা দাশ

আমার মায়ের দৃষ্টিতে দেখেছি মানচিত্র।
আঁচলে স্বদেশ,বুকের মাটি গন্ধ নিতে নিতে
মায়ের বুলিতে ডেকেছিলাম মা।
 
আমি গণতন্ত্র বুঝিনা
সমাজতন্ত্র তোমাদের জন্য
তোলা থাক।
 
আমি মা,মাটি ও মানুষ নিয়ে
শান্তির এক পরম আশ্বাসে
জন্মভূমির মাটিতে ধূলির আশ্রয়ে
চিরশান্তির ঘুম চাই।
 
এটুকু কি বেশি চাওয়া?
 
তোমরা রাজনীতির নামে দেশকে
করছো অস্থির,মানুষকে ভালোবাসার
নামে করছো শোষন।
ইতিহাসের চোখে জল। কতোবার
পুনরাবৃত্তি ঘটবে ঘটনার?
শেখ মুজিব বারবার জন্মায় না।
একটি জাতির শতবছর পূণ্যকাজের
উপহার একজন শুদ্ধ নেতা। যিনি
শ্রীকৃষ্ণের মতো এসে বলবেন
“যদা যদা হি ধর্মস্য,গ্লানির্ভবতি ভারত
অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামহ্যম্।

Categories