মোঃ রুবেল হোসেন, মান্দা প্রতিনিধি।।
নওগাঁ জেলার মান্দা উপজেলার ১নং ভারশো ইউনিয়নের পাকুরিয়া গ্রামে ১২৮ জন শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
১৯৭১ সালের ২৮ আগষ্ট তৎকালিন পূর্বপাকিস্থানী আযাকার বাহীনিরা রাতের আঁধারে মান্দা উপজেলার পাকুরিয়া গ্রামের নিরীহ বাঙ্গালির উপর এক নিঃসঙ্গ হত্যা যগ্য চালায়।এ নিঃসঙ্গ হত্যা যগ্যে ১২৮ জন নিরীহ বাঙ্গালি শাহাদাত বরণ করেন।পরবর্তীতে তাদেরকে গন কবর দেওয়া হয়।
২৮ আগষ্ট আসলেই আমাদের মনে করিয়ে দেয় শহীদ পাকুরিয়া দিবসের কথা,মনে করিয়ে দেয় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা।তাই এই দিনে তাদের কবরে শ্রদ্ধা জানানো হয়, এবং তাদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মোল্ল্যা মোঃ এমদাদুল হক, সভাপতি, মান্দা উপজেলা আওয়ামীলিগ।আরো উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান সুমন, চেয়ারম্যান, ১ নং ভারশো ইউনিয়ন পরিষদ।