
মোঃ রুবেল হোসেন, মান্দা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় কুখ্যাত সন্ত্রাসী চাঁদাবাজ দুলাল হোসেন (৪০) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী’র বরখাস্তকৃত সৈনিক, মান্দা উপজেলার জোকাহাট এলাকার মৃত ইয়াসিন আলি’র ছেলে দুলাল হোসেন। চাকুরিচ্যুত হয়ে আসার পর হতেই এলাকায় মাস্তানি, চাঁদাবাজি, রাস্তাঘাটে ছিনতাই, মারপিট সহ বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল। তারই ধারাবাহিকতায় গত (২৯ আগস্ট) তারিখ সকালে জোকাহাটের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম – কে দোকানে যাবার পথে হাসুয়া দ্বারা কুপিয়ে মারাত্মকভাবে জখম করে তার কাছ থেকে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
এ ঘটনায় নুরুল ইসলামের ভাই মামুনুর রশিদ বাদী হয়ে মান্দা থানায় একটি মামলা দায়ের করেন। পলাতক দুলালকে গতরাতে মান্দা থানা পুলিশ গোপন আস্তানা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
সন্ত্রাসী দুলালের গ্রেফতারে এলাকায় আপাতত স্বস্তি বিরাজ করছে। এলাকাবাসী এই সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে।
এ বিষয়ে মান্দা থানার ওসি (তদন্ত) তারেকুর রহমানের জানান, দুলাল হোসেনের নামে পূর্বে থেকে থানায় অভিযোগ থাকায় তাকে আটক করা হয়েছে।