
স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মান্দায় ট্রাকের ধাক্কায় আহত পথচারী ইসরাফিল হোসেন হিরু (৬৫) চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার বিকেল ৩ টার দিকে মৃত্যু বরণ করেছেন। নিহত ইসরাফিল হোসেন হারু উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮ টার দিকে নওগাঁ-রাজশাহী উঠার পরপরেই মহাসড়কের আব্দুল্লাহ ফিলিং স্টেশন এলাকার অদুরে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের সাথে ধাক্কা খেয়ে তিনি আহত হয়েছিলেন তিনি। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের ছেলে একরামুল হক জানান, বাবা ইসরাফিল হোসেন সার কেনার জন্য বাড়ি থেকে সাবাই বাজারে যাচ্ছিলেন। মহাসড়কে উঠার পরেই তিনি দুর্ঘটনার শিকার হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তাঁর মৃত্যূ হয়।
সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, সড়ক দূর্ঘটনায় চিকিৎসা ধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। সে ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।