“মানিকছড়িতে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ” 

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

নুরুল কবির আরমান খাগড়াছড়ি প্রতিনিধিঃ

মানিকছড়িতে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ।

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার এল.জি.এস.পি–৩ এর আওতায় তিনটহরী ইউপি’র ২৬০ জন অসহায়, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
আজ (৮সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় তিনটহরী ইউনিয়ন পরিষদ মাঠে এসব ব্যাগ বিতরণ করা হয়।
তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন।
অনুষ্ঠানের রাজনৈতিক, অরাজনৈতিক ও সামাজিক মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Categories