“মানবিক বিবেচনায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হল”

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

                     বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া- ফাইল ছবি

মানবিক বিবেচনায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হল.

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আগের শর্তেই আরো ৬ মাস বাড়িয়েছে সরকার। আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কিছুক্ষণ আগেই খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদনে অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করা হলে, তা ৬ মাস বাড়ানোর জন্য আইনগত সুপারিশ করে আইন মন্ত্রণালয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, গত ছয় মাস ধরে মুক্ত রয়েছেন খালেদা জিয়া। কিন্তু নভেল করোনাভাইরাসের কারণে এই সময়ের মধ্যে তার চিকিৎসার কোনো ব্যবস্থা করতে পারেনি তার পরিবার। তাই মানবিক বিবেচনায় মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়েছে। তবে তার মুক্তির ক্ষেত্রে আগে যেসব শর্ত দেওয়া হয়েছিলো, সেগুলো অপরিবর্তিত থাকবে।

                      স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল- ফাইল ছবি

এর আগে ৩ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরো ৬ মাস বাড়াতে আইনগত সুপারিশ করে আইন মন্ত্রণালয়। আজ প্রধানমন্ত্রী এতে অনুমোদন দেওয়ায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে নতুন মেয়াদে তার ৬ মাসের মুক্তি কার্যকর হবে। তবে এ সময়ের মধ্যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন।

গত ২৫ মার্চ এক নির্বাহী আদেশে খালেদা জিয়াকে ৬ মাসের জন্য মুক্তি দেয় সরকার। যার মেয়াদ আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে। তবে এরই মধ্যে তার পরিবারের পক্ষ থেকে ফের মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়। সেই আবেদনেই আজ চূড়ান্ত অনুমোদন দেয় সরকার।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খাদেলা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। আদালতের আদেশের পর ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাও আদালত তাকে কারাদণ্ডের সাজা দেন। বর্তমানে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় অবস্থান করছেন।উৎস-newspaper24live.


Categories