মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনা উপহার পেলেন শ্রীমঙ্গলের নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা।

মোঃ সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশের নন-এমপিও শিক্ষক- কর্মচারীদের অনেকেই একধরনের মানবেতর জীবন যাপন করতেছিলেন। কারণ তারা প্রতিষ্ঠানে এমপিও ভুক্ত শিক্ষকের মতো কাজ করলেও সরকারি অংশের বেতন পান না।

করোনার জন্য সব স্কুল বন্ধ থাকায় অনেক প্রতিষ্ঠান নিয়মিত শিক্ষকদের বেতন দিতে পারছেনা। তাই
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ের নন-এমপিও শিক্ষক- কর্মচারিদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে।
আজ ৯ জুলাই উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গলের আয়োজনে ৯৬ জন নন-এমপিও শিক্ষক প্রত্যেককে ৫০০০ টাকা ও ৩৮ জন কর্মচারি প্রত্যেককে ২৫০০ টাকা করে প্রণোদনা দেওয়া হয়।
মোট ১৩৪ জন শিক্ষক-কর্মচারির মধ্যে ৫ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এই সংকটকালীন সময়ে আর্থিক প্রণোদনা পেয়ে শিক্ষক-কর্মচারিগণ অত্যন্ত খুশি এবং তারা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।