
বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধেক শিক্ষককে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেয়া হবে। সহকারী শিক্ষক পদে যোগদানের ১০ বছর পর সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি পাবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে এমন খবর পাওয়া গেছে।
সম্প্রতি ২০১৮ সনের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধনী চূড়ান্তকরণের এক সভায় বেসরকারি এমপিওভুক্ত স্কুলের ৫০ শতাংশ সহকারী শিক্ষককে পদোন্নতি দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। উক্ত আলোচনায় এমন একটি সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা যায়, সম্প্রতি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধেক শিক্ষককে পদোন্নতি দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। সে আলোকেই বেসরকারি মাধ্যমিক স্কুলের ৫০ শতাংশ সহকারী শিক্ষককেও পদোন্নতি দেয়ার বিষয়টি চূড়ান্ত হচ্ছে।