“মাদারীপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত”

মোঃকাঞ্চন হোসেন মাদারীপুরঃ
মাদারীপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’ এই শ্লোগানকে বুকে ধারন করে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে শিক্ষক, সাংবাদিক এবং সরকারি কর্মকর্তা কর্মচারিসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের অংশ গ্রহনে আজ সোমবার উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে ছিলেন সংরক্ষিত নারী আসনের এম.পি তাহমিনা বেগম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা সহকারী কমিশন ভুমি মোঃ সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক বি.এম হেমায়েত হোসেন ও আব্দুল কুদ্দুস প্রমুখ।