মাদারীপুরে আই ভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০
মোঃকাঞ্চন হোসেন মাদারীপুর।।
২০০৪ সালের ২১ আগস্ট ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব এক শান্তিপূর্ণ সমাবেশে বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদপুষ্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকের দল বর্বরোচিত গ্রেনেড হামলা চালায় ও গুলি বর্ষণ করে। এই ন্যক্কারজনক গ্রেনেড হামলায় বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা আওয়ামীলীগের সভাপতি  বিশিষ্ট নারী নেত্রী বেগম আইভী রহমান গুরুতরভাবে আহত হন। সম্মিলিত সামরিক হাসপাতালে ৪দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ২৪ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাবেক সংরক্ষিত মহিলা আসনের এম পি ও মাদারীপুর মহিলা আওয়ামীলীগের আহবায়ক রেকসোনা ইয়াসমিন ছুটির সভাপতিত্বে মাদারীপুর জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজল কৃঞ্চ দে।বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও মাদারীপুরের পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।
এছারা মহিলা আওয়ামীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ স্হানীয় নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। আলোচনা শেষে ২১ শে আগষ্ট নিহত আইভি রহমান সহ সকলের রুহের মাগফেরাত কামনা দোয়া করা হয়।

Categories