
স্টাফ রিপোর্টারঃ আলমডাঙ্গায় গাছের সাথে পাটের আশ বেঁধে গলায় ফাঁস লাগানো অবস্থায় মাথা ও পায়ে আঘাত করা যুবকের লাশ উদ্ধার করে থানা পুলিশ । আজ ১২ সেপ্টেম্বর শনিবার ভোরে মাঠ থেকে মাথা ও পায়ে আঘাত করা এক যুবকের ঝুলন্ত ল্যাশ উদ্ধার করে পুলিশ।
স্হানীয় সুত্রে জানা গেছে, কাজ করতে গিয়ে স্থানীয় কৃষকরা আলমডাঙ্গার কালিতলা মাঠের বটগাছের ডালে অজ্ঞাত যুবকের লাশ ঝুলতে দেখেন।
লাশের মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
তাছাড়া কান দিয়ে দিয়ে রক্ত বের হয়েছে। এলাকাবাসির ধারণা- যুবককে মাথায় আঘাত করে ও শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশের গলায় ফাঁস লাগিয়ে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করছিল।
লাশের মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাছাড়া কান দিয়ে দিয়ে রক্ত বের হয়েছে। এলাকাবাসির ধারণা- যুবককে মাথায় আঘাত করে ও শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশের গলায় ফাঁস লাগিয়ে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে।