“মাটিরাঙ্গায় কর্মহীনদের মাঝে সেনাবাহিনীর ত্রান বিতরণ”

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

মাটিরাঙ্গায় কর্মহীনদের মাঝে সেনাবাহিনীর ত্রান বিতরণ।

করোনা কালীন এই সময়ে নিম্নবিত্ত, শ্রমজীবী ও কর্মহীন মানুষ চরম দুর্ভোগ জীবন যাপন করছে। অসহায় মানুষদের সহায়তা দিতে এগিয়ে এসেছেন সেনাবাহিনীর ২৪পদাতিক ডিভিশন।
আজ (৭সেপ্টেম্বর) সোমবার দুপুর ১২টায় মাটিরাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে অসহায়, গরিবও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন মাটিরাঙ্গার জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার পিএসসি,জি।
ত্রাণ বিতরণ কালে মাটিরাঙ্গা জোন অধিনায়ক বলেন, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন অব্যাহত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয়। ত্রাণ পেয়ে অসহায় মানুষেরা সেনাবাহিনীর এ প্রশংসনীয় উদ্যোগ কে স্বাগতম জানান।

Categories