মহাদেবপুরে ১৫ টি পাখি সহ বিক্রেতা আটক

প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০
মোঃ রফিকুল ইসলাম, মহাদেবপুর প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে খাঁচায় ভড়ে দেশিও প্রজাতির ১৫ টি ঘুঘু পাখি বিক্রির জন্য জেলার মহাদেবপুর উপজেলা সদরে কবুতর হাটে  নিয়ে আসেন দেলোয়ার হোসেন নামের এক পাখি বিক্রেতা।
এসময় ঘটনাটি নজরে পড়ে স্থানিয় প্রাণ ও প্রকৃতির সদস্য ভাই সাজ্জাদ হোসেনের।
এর পরই সংগঠনের সক্রিয় সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছান এবং ১৫ টি লাল-রাজঘুঘু, তিলাঘুঘু পাখি সহ বিক্রেতাকে কৌশলে আটকে রেখে ফোনে মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ও ঘটনাস্থলে হাজির হোন৷ এক পর্যায়ে খাঁচায় বন্দী ১৫ টি পাখি সহ বিক্রেতাকে আটক পূর্বক ৯ সেপ্টম্বর বুধবার বিকালে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করেন।
মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্বনাব  মিজানুর রহমান এর ভ্রাম্যমান আদালতে পাখি সহ আটক পাখি বিক্রেতা দেলোয়ার হোসেন নিজের ভুল (দোষ) স্বিকার করে আর কোনদিন পাখি আটক বা বিক্রি করবেন না বলে জানিয়ে নিজের অপরাধ শিকার করে নেওয়ায় পাখি বিক্রেতার ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত এবং উপস্থিত লোকজনের সামনেই খাঁচাতে বন্দী রাখা ১৫ টি পাখিকে অবমুক্ত করা হয় উপজেলা চত্তরে। পাখি বিক্রেতা দেলোয়ার হোসেন হলেন, নওগাঁর পোরশা উপজেলার গোড়খাই গ্রামের জৈনক সাদেক আলীর ছেলে।
পাখিগুলোকে উপজেলা চত্তরে অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার জনাব অরুণ চন্দ্র রায়, মহাদেবপুর থানার এস এই এরশাদ মিঞা, এস এই আবু রায়হান, পাখি গবেষক মুনসুর সরকার, প্রাণ ও প্রকৃতির সদস্য সহিদুল ইসলাম, বিদ্যুৎ হোসেন প্রমূখ।

 


Categories