
মোঃ রফিকুল ইসলাম, মহাদেবপুর প্রতিনিধিঃ নওগাঁয় চোলাই মদ সহ দু’জন মাদক বিক্রেতাকে আটক করছে ফাঁড়ি পুলিশ।
নওগাঁর মহাদেবপুর থানাধীন নওহাটামোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই জিয়াউর রহমান জিয়া গতকাল বুধবার দিনগত রাতে (১৬ সেপ্টেম্বর) সঙ্গীয় ফোর্স সহ মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের পিড়া আদিবাসী পাড়া গ্রামে ও হাটচকগৌরী বাজারে মাদক বিরোধী অভিযান চালিয়ে মোট ১৫ লিটার চোলাই মদ উদ্ধার সহ দু’জন মাদক বিক্রেতাকে আটক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, জেলা পুলিশ সুপার মহোদয় সাহেব এর দিকনির্দেশনায় মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে, তারই ধারাবাহিকতায় গতরাতে নওহাটামোড় ফাঁড়ি ইনচার্জ এস আই জিয়াউর রহমান অভিযান চালিয়ে পিড়া পাহান পাড়া গ্রামের মৃত ভুট্টু পাহানের ছেলে সুখেন পাহান (২৫) কে ৫ লিটার ও গোয়ালবাড়ী গ্রামের মৃত আলাউদ্দীনের ছেলে মোঃ সুইট হোসেন (৩০) কে ১০ লিটার চোলাই মদ সহ আটক করেছেন। আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।