
মক্ষীরাণী
মোঃ সাইদুল হাসান সেলিম
কে বাইজি কে ডাক্তার,
কে বেশ্যা মক্ষীরাণী?
পর্দার অন্তরালের হায়েনাদের
চিনে রাখুন একটুখানি।
কে চোর বাটপার নেত্রী
নাকি জগন্য প্রতারক?
কে সতী সাবিত্রী অর্থ লোভী,
নাকি ভন্ড প্রচারক।
বিকৃত যৌনাচারের শাস্তির
কঠোর আদেশ করো জারি,
কে সুশীল চিটার দুর্নীতিবাজ?
কে সৎ কর্মচারী?
জানতে চাইনা সিন্ডিকেট ক্ষমতাবান
কে রাজনৈতিক কর্মী?
কে বেশ্যার দালাল, রক্ষিতা, মডেল
জানাও কে কল্যাণ ধর্মী?
কে ব্যাংক ডাকাত অর্থ পাচারকারী
কে প্রতারক বিশ্বাসঘাতক?
ডাকাত লুটেরাদের এ দেশ নয়,
ওদের দ্রুত করো আটক।
চরিত্রহীন লম্পটরা ক্ষমতার এতো
জোর কোথায় পায়?
এই নষ্ট সমাজে বিচরণ বসবাস
করাই ভীষণ দায়।
দেশের গৌরব ক্ষূন্ন দ্বীচারিণীদের
করো কঠিন শাস্তি ধার্য,
অপশক্তির গডফাদারদের রুখে দাও,
নচেৎ সংঘাত অনিবার্য।
————-