
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযানে ৬৭ হাজার টাকা জরিমানা।
সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে খাদ্যদ্রব্যের গুণগত মান ও মেয়াদ না থাকায় এবং মেয়াদ বিহীন ঔষুধ রাখায় ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিমূলক অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে খাদ্যদ্রব্যের গুণগত মান ও মেয়াদ না থাকায় এবং মেয়াদ বিহীন ঔষুধ রাখায় ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (১২ আগস্ট ) সকাল ১০টা হতে নগরীর কোতয়ালী ও বাকলিয়া থানায় পৃথকভাবে এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, ‘কোতয়ালী থানার মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় ইকবাল রোডের স্বস্তি মেডিসিন হলকে ৫ হাজার টাকা ও আর. এম. ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।’
তিনি আরো জানান, ‘অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি এবং খাদ্যদ্রব্যের গুণগত মান ও মেয়াদ না থাকায় কোতোয়ালী থানা এলাকায় মদিনার ফুল হোটেলকে ৫ হাজার টাকা ও পুরাতন ফিশারি ঘাটের বিসমিল্লাহ্ হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে বাকলিয়া থানা এলাকায় আবু জাফর রোডের মাইলো বেকারি এন্ড ব্রেডকে ১৫ হাজার টাকা, হোসেন ফুড এন্ড কোম্পানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্, সহকারী পরিচালক (মেট্রো), পাপীয়া সুলতানা লীজা এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।