
মোঃ আসাদুজ্জামান -ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।।কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বুধবার ১৫ ই জুলাই মোট ০৪ জন করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তর সংখ্যা২৮জন।
আক্রান্ত ব্যক্তিরা হল ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এর সিনিয়র স্টাফ নার্স কবিতা রানি(২৫)ও মোছাঃ নাসিমা আাক্তার (২৬),স্বাস্হ্য সহকারী মাহজানা গণি( ৩৫) এবং এমটি ল্যাব এ এইচ,এম বাবুল আক্তার (৩৭)।
গত ৮ই জুলাই তাদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠায় উপজেলা স্বাস্হ্য বিভাগ।আজ ১৫ই জুলাই রাতে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোঃ সায়েম উক্ত ব্যক্তিগণের কোভিট ১৯ পজেটিভ নিশ্চিত ঘোষণা করেন এবং বলেন আক্রান্ত ব্যক্তিরা হোম কোয়ারেন্টাইনে আছেন।