“ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর এ্যাপ্রোচ রোডটি সড়ানোর দাবীতে মানববন্ধন”

মোঃআসাদুজ্জামান-ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রতিনিধি,
ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর এ্যাপ্রোচ রোডটি সড়ানোর দাবীতে মানববন্ধন।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নির্মাণাধীন সোনাহাট সেতুর এ্যপ্রোচ রোডটি ১৫০ফুট উত্তর দিকে সরিয়ে দেওয়ার দাবীতে মানবব্ন্ধন করেছে স্হানীয় জনতা। ২০শে সেপ্টেম্বর দুপুরে সোনাহাট ইউনিয়নের গনাইরকুটি গ্রামের প্রায় দুইশত জন লোক এ মানব বন্ধনে আংশগ্রহন করে।এলাকাবাসী দাবী প্রস্তাবিত স্হান দিয়ে এ্যাপ্রোচ রোড হলে প্রায় দেড় শতাধিক পরিবার ভূমি ও গৃহহীন হয়ে পড়বে এবং পাঁচটি পারিবারিক কবরস্থান ধ্বংস হবে।তাই ১৫০ ফুট উত্তর দিয়ে সরকারী খাস জমি দিয়ে এ্যাপ্রোচ রোডটি নির্মাণ করা হোক।এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ হাই মাস্টার, ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা, শিক্ষক জহুরুল ইসলামসহ আরো অনেকে।