“ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের মত বিনিময় সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন”

মোঃ আসাদুজ্জামান- ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।
ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের মত বিনিময় সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১২ই আগস্ট দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মো: রেজাউল করিম।
তিনি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যা সমাধানের কথা ব্যক্ত করেন এবং পরে অসহায়, দুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, অফিসার ইনচার্জ মো: আতিয়ার রহমান, জুয়েল সরকারসহ প্রমূখ।