গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের ভার্চুয়াল সভার পর শেরেবাংলা নগরের কার্যালয় থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন বলেন, সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়নে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পটি নেওয়া হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে, একটি সফ্টওয়্যার ব্যবহারের মাধ্যমে ভূমি সংক্রান্ত সব কার্যালয়ে গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করা।
তিনি বলেন, একটি সফটওয়্যার দিয়ে ভূমির উপাত্তভাণ্ডার তৈরি করা হবে এবং ভূমি প্রশাসনের সঙ্গে জড়িত সকল জনবলকে আধুনিক ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।অনলাইন অফিস ব্যবস্থাপনা ও ইলেক্ট্রনিক রাজস্ব আদালত ব্যবস্থাপনা গড়ে তোলাও এই প্রকল্পের উদ্দেশ্য বলে জানান মন্ত্রী।
প্রকল্পটির প্রস্তাবনায় বলা হয়, ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত সেবাগুলো (রেকর্ড সংশোধন, হালনাগাদকরণ, সমিন্বত প্রক্রিয়ায় নামজারী, জমাভাগ ও জমা) প্রকল্পটির মাধ্যমে এক জায়গায় আনা হবে।
এর মাধ্যমে ভূমি উন্নয়ন কর, রেন্ট সার্টিফিকেট মামলা, ভূমি অধিগ্রহণ, খাস জমি বন্দোবস্ত, রেজিস্ট্রেশন, অর্পিত সম্পত্তি, শত্রু সম্পত্তি, ওয়াকফ, দেবোত্তর ও অন্যান্য সম্পত্তি ব্যবস্থাপনাও করা হবে।
দেওয়ানি মামলার তথ্য ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনে আওতায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে সহজে নাগরিকদের কাছে পৌঁছানো এবং এই সিস্টেমের সঙ্গে সরকারের অন্যান্য সেবাকে একীভূত করা হবে।