
মো : তোফায়েল সরকার , ভালুকা, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (১৫আগষ্ট) সূর্যোদয়ের সাথে-সাথে সরকারি, আধা সরকারি, দলীয় কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনিমত ও কালো পতাকা উত্তোলন করা হয়।
পরে সকাল ৯টার দিকে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর’র প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ করার পর জাতির জনকের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ।দুপুরে পরিষদ মিলানায়তনে আওয়ামীলিগ ও সকল সহযোগি সংঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহম্মেদ এমপি ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভালুকার গণমানুষের নেতা সাংসদ আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি, ময়মনসিংহ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদের (সাবেক) চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নির্বাহী অফিসার মাসুদ কামাল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর হায়াৎ খান নঈম, সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক ফকির, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজিব প্রমূখ ।
এ সময় আওয়ামীলিগ ও সকল সহযোগি সংঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।