
তোমরা যারা গুরুর সাথে খেলছ নিঠুর খেলা
মর্মজ্বালায় ভোগবে ঠিকই তোমার সাঁঝের বেলা।
সেদিন শুধু ছটফটাবে ঠোঁট কামড়াবে নিজে,
চুলের গোছা ছিঁড়বে টেনে বলবে করলাম কী যে?
কেন আমি গুরুজীরে করছি অবহেলা?
যে জন তোমায় পথ দেখাল অক্ষর চেনায় যিনি,
ভেবে দেখ নিরিবিলি নওকি তুমি ঋণি?
তোমার গায়ের চামড়া দিয়ে বানাও যদি জুতা,
তার বিনিময় হয় কী আদায় ঋণের চিকন সুতা?
একটু ভাবো গুরুর কথা সময় আছে মেলা!
প্রয়াত কবি
এ.কে.এম.মুস্তাফিজুর রহমান