“ভক্ত-সমর্থকদের অপেক্ষা বাড়লো-সিদ্ধান্ত ছাড়াই শেষ জোসেফ মারিয়া বার্তোমেউ-হোর্হে মেসির বৈঠক”

ভক্ত-সমর্থকদের অপেক্ষা বাড়লো-সিদ্ধান্ত ছাড়াই শেষ জোসেফ মারিয়া বার্তোমেউ-হোর্হে মেসির বৈঠক।
“বার্তোমেউ সাফ জানিয়ে দেন, ‘আমরা মেসিকে বিক্রি করবো না। ওকে ঘিরেই আগামী মৌসুমের পরিকল্পনা চলছে। তাই দেরি না করে সে যেন দ্রুত আমাদের অনুশীলনে যোগ দেয়।”
“অন্যদিকে মেসির বাবাও ছেলের সিদ্ধান্তে অবিচল। বার্তোমেউকে সরাসরি বলেছেন, তার ছেলে আর বার্সায় থাকতে চায় না। এমনকি তার সাথে রিলিজ ক্লজের হিসাবটিও এখন নেই। তাই বিনা ট্রান্সফার ফিতেই তাকে নতুন ক্লাবে যেতে দেওয়া হোক।”
জোসেফ মারিয়া বার্তোমেউ এবং হোর্হে মেসির মধ্যকার বৈঠক- গতকাল সংবাদমাধ্যম এবং ফুটবল ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল । সবার অধীর আগ্রহ, শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে এই দুই পক্ষের আলোচনা থেকে। কিন্তু চলমান দ্বন্দ্বের সমাধান গতকালও হয়নি। তাই ভক্ত-সমর্থকদের অপেক্ষা বাড়লো আর এক ধাপ।
টিওয়াইসি স্পোর্টস এবং মার্কার দাবি, কোনো মতেই মেসিকে বিক্রি করতে চায় না বার্সা। বার্সা বস তাই মেসির বাবা হোর্হেকে অনুরোধ করেন, ছেলেকে বুঝিয়ে মত পাল্টাতে। এমনকি এই তারকাকে ঘিরেই নিজেদের নতুন মৌসুমের ছক কষছে কাতালানরা। বার্তোমেউ সাফ জানিয়ে দেন, ‘আমরা মেসিকে বিক্রি করবো না। ওকে ঘিরেই আগামী মৌসুমের পরিকল্পনা চলছে। তাই দেরি না করে সে যেন দ্রুত আমাদের অনুশীলনে যোগ দেয়।’
অন্যদিকে মেসির বাবাও ছেলের সিদ্ধান্তে অবিচল। বার্তোমেউকে সরাসরি বলেছেন, তার ছেলে আর বার্সায় থাকতে চায় না। এমনকি তার সাথে রিলিজ ক্লজের হিসাবটিও এখন নেই। তাই বিনা ট্রান্সফার ফিতেই তাকে নতুন ক্লাবে যেতে দেওয়া হোক।
শেষ পর্যন্ত উভয় পক্ষই নিজেদের জায়গাতে স্থির থাকায়, সিদ্ধান্তহীনতায় শেষ হয়েছে বার্তোমেউ-হোর্হের মধ্যকার প্রায় দুই ঘণ্টার বৈঠক। তাই চলমান দ্বন্দ্বের সমাপ্তি টানতে দুই পক্ষকে আবারো আলোচনায় বসতে হবে। তাতেও যদি সমাধান না আসে, তবে দ্বারস্থ হতে হবে আইনি লড়াইয়ের।
গতকাল (বুধবার) নতুন মৌসুমের জার্সি প্রচারণায় মেসিকে রেখেছে বার্সেলোনা। এজন্য নিজেদের ফেসবুক পেইজে খেলোয়াড়দের নতুন জার্সি পড়া একটা ছবি পোস্ট করেছে ক্লাবটি। যেখানে মেসির সাথে শোভা পাচ্ছে জেরার্ড পিকে, গ্রিজম্যান, ডাম্বেলে, টার স্টেগেন, ডি জংরাও। ভক্তদের জন্য নতুন মৌসুমে সুলভ মূল্যে এসব জার্সি ছাড়বে কাতালান জায়ান্টরা।