ব্রাহ্মণবাড়িয়ায় জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

সারা দেশের মত ব্রাহ্মণবাড়িয়াতেও যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
আজ শনিবার সকালে স্বাস্থ্য বিধি মেনে জেলা শহরের “বঙ্গবন্ধু স্কয়ারে” শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া – ৩ আসনের মাননীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াৎ উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার সহ জেলা আওয়ামীলীগ এবং তার অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ।
তারপর পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ , সাংস্কৃতিক-সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালিকে স্মরণ করেন।
শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের সকল শহীদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
তাছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করা হয়।