“ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু”

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০

মিয়া মোহাম্মদ এলাহি, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে পানিতে  ডুবে আয়েশা (৭) ও তায়েবা (৭) নামে আপন দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সহদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আয়েশা সহদেবপুর গ্রামের  ইদ্রীস খাঁন ও তায়েবা আইয়ুব খাঁনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে আয়েশা ও তায়েবা বাড়ির পাশে খেলা করছিল।
সবার অজান্তে কোন এক সময় তারা পুকুরে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Categories