“ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে শ্লীলতাহানিকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে জাগ্রত জংশনের মানববন্ধন”

প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০
সৌমিত্র সাহা, আখাউড়া উপজেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে শ্লীলতাহানিকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে জাগ্রত জংশনের মানববন্ধন।
ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে শ্লীলতাহানিকারী রাহিম সহ তার অন্যতম দুই সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আখাউড়া পৌর মুক্তমঞ্চে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সেবামূলক সংগঠন জাগ্রত জংশন।
 বৃহস্পতিবার বিকেলে আখাউড়া সড়ক বাজারস্থল মুক্ত মঞ্চের সামনে স্থানীয় সেবামূলক সংগঠন জাগ্রত জংশনের সদস্যদের অংশগ্রহণে এই প্রতিবাদ সভার আয়োজন করেন সংগঠনটি।
এ সময় সংগঠনের সদস্যরা বলেন, দ্রুত আসামিদের আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানানো হয় এবং ভবিষ্যতেও এধরনের ন্যক্কারজনক ঘটনা যাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কোথাও না ঘটে, এই ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সমস্ত দর্শনীয় স্থান যাতে করে প্রশাসনিকভাবে নিরাপত্তা ব্যবস্থা করা হয় সেই দাবি জানানো হয় প্রতিবাদ সমাবেশে।
এ সময় আখাউড়া মুক্তমঞ্চের স্থান পুলিশি নিরাপত্তা ব্যবস্থা মাধ্যমে প্রতিবাদ সমাবেশ সমাপ্ত করা হয়।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পুনিয়াউট এলাকার কাশবনে ঘুরতে গিয়ে স্থানীয় এক বখাটের যুবকের হাতে শ্লীলতাহানি ও ছিনতাইয়ের শিকার হয়েছে এক তরুণী। গতকাল বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি দ্রুত ছড়িয়ে পরলে,  এতে পুরো জেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় ।
এলাকা ও পুলিশ সূত্রে জানা যায়, শ্লীলতাহানি ও ছিনতাইকারী যুবকদের নাম রাহিম মিয়া সে জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকার বাসিন্দা, তার সাথে জড়িত ভিডিও ধারণকারী ও ছিনতাই কাজে সহযোগী অন্য দুই যুবকের নাম জুনায়েদ এবং শাকিল বলে জানা গেছে।
এ ব্যাপারে জুনায়েদ এবং তার সহযোগী শাকিল এর বাড়িতে গেলে পাওয়া যায়নি তাদের কাউকে। আর এদিকে তাদের পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করা হলে তারা বলছে গতকাল থেকেই তারা নিখোঁজ।
এ ব্যাপারে সদর থানার ওসি ইশতিয়াক আহমেদ জানান, আমরা এই বখাটে যুবকের আটকের চেষ্টা করছি, তাদের আটক করতে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে।

Categories