বেসরকারি শিক্ষকদের বিভিন্ন বৈষম্যে নিরসনে শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে বাবেশিকফোর স্মারকলিপি প্রদান

বেসরকারি শিক্ষকদের বিভিন্ন বৈষম্যে নিরসনে শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে জাতীয়করণের পাশাপাশি ছয় দফা দাবীতে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম। আজ (১৮ আগষ্ট,২০২০) বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের সভাপতি সাইদুল হাসান সেলিম এবং মহাসচিব মো. আব্দুল খালেকের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির ১১ সদস্যের এক প্রতিনিধি দল মাননীয় শিক্ষা মন্ত্রী জনাব ডা. দীপুমনি, শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব জনাব মো. মাহবুব হোসেন, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা বিভাগের সচিব জনাব মোঃ আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব প্রফেসর ড. সৈয়দ মো. গোরাম ফারুক , মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব সফিউদ্দিন আহমদ এবং কারিগরী শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো. সানোয়ার হোসেন। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম শিক্ষকদের বৈষম্য নিরসনে জাতীয়করণের পাশাপাশি যে ছয়টি দাবী করেছেন তা হলো-
১। শিক্ষা অধিদপ্তর, পরিদপ্তর এবং বোর্ডের বিভিন্ন স্তরে যোগ্যতা সম্পন্ন এমপিওভুক্ত শিক্ষকদের প্রশাসনিক পদে প্রেষনে নিয়োগের দাবি।
২। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি/ ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা ন্যুনতম স্নাতক নির্ধারণের দাবি।
৩। এমপিওভূক্ত প্রভাষকদের ৫:২ অনুপাত প্রথার সম্পূর্ণরূপে বিলুপ্তির দাবি।
৪। বি.এড প্রশিক্ষণকে উচ্চতর স্কেল বিবেচনা না করার দাবী।
৫। প্রতিষ্ঠান প্রধান ও সহঃ প্রধানদের টাইম স্কেল/ উচ্চতর গ্রেড প্রদানের দাবী এবং
৬। সরকারি নিয়মে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পূর্ণাঙ্গ পেনশন সুবিধা প্রদানের দাবী।
নেতৃবৃন্দ বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরগুলোতে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং স্মারকলিপি প্রদান করেছেন। এছাড়াও ফোরামের নেতৃবৃন্দ ২০১৮ সনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক ও কলেজ) জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা সংশোধন কমিটি-২০১৮ এর আহবায়ক অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মোমিনুর রশিদ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা ও কারিগরী) জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা সংশোধন কমিটি-২০১৮ এর আহবায়ক অতিরিক্ত সচিব (অডিট ও আইন) এর দপ্তরে ১৪ টি ধারা সংশোধনের দাবী সম্বলিত স্মারক লিপি পেশ করেছেন।
বিভিন্ন দফতরে আজকের এই দাবীমালার স্মারকলিপি প্রদানের সময় ফোরামের সভাপতি ও মহাসচিব ছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম, সহসভাপতি হারুনুর রশিদ, মোদাচ্ছির আলম, যুগ্মমহাসচিব উপাধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী, রেহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম মাসুদ, অর্থ সম্পাদক কামরুল হাসান, সমাজকল্যাণ সম্পাদক আতিকুল ইসলাম ও সহসম্পাদক তোফায়েল সরকার।
নেতৃবৃন্দ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি জমাদান শেষে ৪% অতিরিক্ত কর্তনের বিষয়ে রীটের সর্বশেষ অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট আইনজীবীদের সাথে পরামর্শ করেছেন। আিইনজীবীগণ ফোরাম নেতৃবৃন্দকে রীটের ফলাফল নিয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ফোরাম নেতৃবৃন্দ জানিয়েছেন।