বেনাপোল -পেট্রাপোল বন্দর দিয়ে এ পর্যন্ত ভারতে গেল ৫০৩ মেট্রিকটন রুপালী ইলিশ

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০

এম এ রায়হান, যশোর প্রতিনিধিঃ

বেনাপোল -পেট্রাপোল বন্দর দিয়ে এ পর্যন্ত ভারতে গেল ৫০৩ মেট্রিকটন রুপালী ইলিশ।

দূর্গাপূজা উপলক্ষে ভারতে ১৪৭৫ মেট্রিক টন ইলিশের মধ্যে এ এপর্যন্ত ভারতে পৌছালো ৫০৩ মেট্রিক টন ইলিশ।

অপরদিকে বাংলাদেশীরা তরকারিতে ভারতীয় পেঁয়াজের স্বাদ নিতে পারছে না।

ভারত পেঁয়াজ রফতানি বন্ধের সঙ্গে সঙ্গে বাংলাদেশ যদি ইলিশ রপ্তানি বন্ধ করে দিত তাহলে পেঁয়াজ রপ্তানির বিষয়টি বিবেচনা করতো ভারত।

শুল্কমুক্ত সুবিধায় এ ইলিশ ভারতে রপ্তানি করা হচ্ছে। এ ইলিশ ১০ ডলার মূল্যে ভারতে রপ্তানির জন্য বাংলাদেশি ৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে এ  অনুমোদন দেয় সরকার। এর মধ্যে শার্শার জনতা ফিস ১৭৫ মেট্রিক টন, ঢাকার রিপা এন্টারপ্রাইজ ১৭৫ মেট্রিক টন, টাইগার ট্রেডিং ১৫০ মেট্রিক টন, ইউনিয়ন ভেঞ্চারের ১৭৫ মেট্রিক টন, গাজী ফ্রেশ সি ফুডস ১৭৫ মেট্রিক টন, খুলনার জাহানাবাদ ১৫০ মেট্রিক টন, চট্টগ্রামের প্যাসিফিক সি ফুডস লিমিটেড ১৫০ মেট্রিক টন, পাবনার সেভেন স্টার ফিস প্রসেসিং লিমিটেডের ১৫০ মেট্রিক টন ও বরিশালের মাহিম এন্টারপ্রাইজের ১৭৫ মেট্রিক টন করে মোট ১৪৭৫ মেট্রিক টন।

কাস্টমস ও বন্দর সূত্রে জানা যায়, পূজা উপলক্ষে প্রতিশ্রুতি অনুযায়ী ১ হাজার ৪৭৫ মেট্রিক টন ইলিশের মধ্যে গত ১৩ দিনে ইলিশের চালানটি কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ৫০৩ মেট্রিক টন ইলিশ মাছ ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। যার প্রতি কেজি ইলিশের রপ্তানি দর নির্ধারণ করা হয়েছে ১০ মার্কিন ডলার হিসেবে। এই দরে রপ্তানি করা প্রতিটি ইলিশের সাইজ ছিল ১ কেজি থেকে ১২০০ গ্রাম ওজনের।

মৎস্য অধিদফতরের সহকারী পরিচালক ও বেনাপোলের ফিশারিজ কোয়ারেন্টাইন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বাণিজ্য মন্ত্রণালয় এবার ৯ জন রপ্তানিকারককে মোট ১ হাজার ৪৭৫ টন ইলিশ ভারতে পাঠানোর অনুমতি দিয়েছে। প্রতি কেজি ১০ মার্কিন ডলার দরে মোট এক লাখ ২০ হাজার মার্কিন ডলার মূল্যের ইলিশ মাছ ভারতে রফতানি করা হচ্ছে। এ বছর ভারতে মোট ১ হাজার ৪৭৫ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হবে।

বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা শামিম হোসেন বলেন, দুর্গাপূজা উপলক্ষে প্রতি কেজি ১০ ডলার মূল্যে শুল্কমুক্ত সুবিধায় এ ইলিশ ভারতে রফতানি হচ্ছে। ২০১২ সাল থেকে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রফতানি বন্ধ করে দিয়েছিল উৎপাদন কমে যাওয়ার কারণে। এরপর কেটে গেছে দীর্ঘ সাত বছর। সম্পর্কের বরফ গলে দু’দেশের। ২০১৯ সালে দুর্গাপূজা উপলক্ষে ৫০০ টন ইলিশ পাঠিয়েছিল বাংলাদেশ। এক বছর পর ফের বেনাপাল-পেট্রাপোল সীমান্ত হয়ে পশ্চিম বাংলায় যাচ্ছে ১ হাজার ৪৭৫ মেট্রিক টন ইলিশ।

এরই ধারাবাহিকতায় গত ১৩ দিনে ৫০৩ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে এবং ১০ অক্টোবরের মধ্যে পর্যায়ক্রমে বাকি ইলিশ ভারতে রপ্তানি করা হবে।

বর্তমান সরকার ১ হাজার ৪৭৫ টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছিল আগেই। বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী আগামী মাসের ১০ অক্টোবরের মধ্যে বাকি ইলিশ রপ্তানি করা হবে। পেট্রাপোল সীমান্ত হয়ে ইলিশ যাচ্ছে শিয়ালদহ, হাওড়া, পাতিপুকুর বাজারসহ ভারতের বিভিন্ন রাজ্যে।

 


Categories