
লিটন বনিক, বিজয়নগয়, ব্রাহ্মণবাড়িয়া।
বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ফ্রীল্যান্সিং প্রশিক্ষণ।
স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে উপজেলা পরিষদ কর্তৃক আজ দুপুর ০৩.০০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ফ্রীল্যান্সিং প্রশিক্ষণ ২০২০ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার, বিজয়নগর
জনাব কে এম ইয়াসির আরাফাত।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশকে ২০৪১ সালে উন্নত বিশ্বে পরিণত করতে যে দক্ষ মানবসম্পদ প্রয়োজন হবে এ প্রশিক্ষণ তা পূরণে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান দেশের সেবায় কাজে লাগাতে আহবান জানান।
উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আল মামুনের সভাপতিত্বে এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার, বিজয়নগর প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।