বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব আজিজুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০
মোঃ দুদু মিয়া তানভীর,মৌলভীবাজার জেলা প্রতিনিধি।
মৌলভীবাজার জেলার প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা  হল।
১৮ আগস্ট ( মঙ্গলবার) বিকাল ৪ ঘটিকার সময় হযরত সৈয়দ শাহ মোস্তফা (রাঃ) ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় নামাজে জানাযা  শেষে গুরারাই পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে তাঁকে  চির নিদ্রায় শায়িত করা হয়।
মরহুমের জানাযায় হাজার হাজার নেতাকর্মী সহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।জানাযার নামাজের পূর্বে মরহুম আলহাজ্ব আজিজুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা তাঁর জীবন নিয়ে আলোচনা করতে গেলে সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।বক্তারা বলেন তিনি ছিলেন সকল দলের একজন প্রিয় ব্যক্তিত্ব।মৌলভীবাজার জেলা বাসীর অভিভাবক ছিলেন।তিনি অত্যন্ত পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তি ছিলেন।তাঁকে হারিয়ে মৌলভীবাজারবাসী অভিভাবক শূণ্য হয়ে পড়ছেন।সবার কামনা আল্লাহ তাঁকে যেন  জান্নাতের উচ্চ মর্যাদায় রাখেন।
উল্লেখ্য যে, আজ ১৮ আগস্ট ( মঙ্গলবার) রাত আনুমানিক ২.৩ ঘটিকার সময় করোনা  চিকিৎসাধীন অবস্থায়  বঙ্গবন্ধু শেখ মুজিজুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
গত ৫ আগস্ট  আলহাজ্ব আজিজুর রহমান করোনা পজিটিভ নিয়ে মাননীয়  প্রধান মন্ত্রীর  নির্দেশে এয়ারএম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছিল। তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিজুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে প্রায় ১৩ দিন করোনার সাথে যুদ্ধ করে জয়ী হতে পারেননি। ১৮ আগস্ট ( মঙ্গলবার) রাত আনুমানিক ২.৩  ঘটিকার সময় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
আলহাজ্ব আজিজুর রহমান ছিলেন, সাবেক তিন বারের সংসদ সদস্য, সংসদের সাবেক বিরোধীদলীয় হুইপ, সাবেক বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক,৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযুদ্ধা, ৭২ এর পবিত্র সংবিধানের সাক্ষরকারী,জাতির পিতার একনিষ্ঠ সহচর, সাবেক গণপরিষদ সদস্য, বর্তমানে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য।তিনি  ছিলেন  স্বাধীনতা পদকে ভূষিত বীর মুক্তিযুদ্ধা।
আলহাজ্ব আজিজুর রহমান  সাহেবের মৃত্যুতে দেশ- বিদেশের সকল শ্রেণী পেশার মানুষ গভীর শোকাহত।

Categories