বিশ্ব শিক্ষক দিবস পালনে ফোরামের প্রস্তুতি সভাঃ

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০

দেলাওয়ার হোসেন আজিজী।ঢাকা।
গতকাল ১৮ই সেপ্টেম্বর বিশ্ব শিক্ষক দিবস পালন, করোনা পরবর্তী শিক্ষা পদ্ধতি ও শিক্ষাব্যবস্থা জাতীয়করণে ফোরামের করণীয় নির্ধারণে সন্ধা ৭ ঘটিকা হতে রাত ১১ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের নীতিনির্ধারণী উইং কার্য্যনির্বাহী কমিটির এক জরুরী সভা জুম সফটওয়্যারের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্যবিধি মেনে বিশ্ব শিক্ষক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় মুজিববর্ষে জাতীয় পর্যায়ের সক্রিয় শিক্ষক সংগঠনগুলোকে সাথে নিয়ে জোটবদ্ধ আন্দোলনের মাধ্যমে জাতীয়করণের দাবি আদায়ের ব্যাপারে সর্বশক্তি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত গৃহীত হয়।

অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সভায় উপস্থিত ছিলেন সাইদুল হাসান সেলিম, সভাপতি কেন্দ্রীয় কমিটি,
রফিকুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটি, মোঃ মুদাচ্ছির আলম, সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিবদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল জব্বার, জি এম শাওন , উপাধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী, রেহান উদ্দিন,
আরো উপস্থিত ছিলেন এনামুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি,
মতিউর রহমান দুলাল, প্রচার সম্পাদক কেন্দ্রীয় কমিটি,
কামরুল হাসান, অর্থ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি,
আবদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি ও
জ্যোতিষ মজুমদার, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি।


Categories