“বায়োস্কোপ” সোহেলী পারভীন

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০

*বায়োস্কোপ*         -সোহেলী পারভীন।

রং মেখে সব সং সেজেছে
ভানুমতীর দল
নাটক হবে দেখবে সবে
চল চল চল
সাধের বায়োস্কোপে আজি মিথ্যায় ভরা সত্য সাজি!
মুখে কেবল হাসিহাসি
অন্তরেতে প্রতিহিংসা রাশি রাশি।
লেখাপড়া জেনেই যারা চুরি রোগে সেরা
ছুতো পেলেই মুর্খদের দোষী করবে তারা!
বায়োস্কোপে ভরে গেলো সবার মুখচ্ছবি
নিজের রূপ দেখতে পায়না আসল তার কেমন ছবি!
মুখে বলে মুখের কথা,
শেষ হলেই আর পায়না খুঁজে,
কী ছিলো এর স্বকীয়তা?
আসো সবাই দেখি মোরা বায়োস্কোপের ছবি।
সত্য ভুলে মিথ্যায় সব দিয়েছে কেবল সপি।
হায়! হায়! হায় একি হলো!
উপরের দেখি ফিটফাট,
ভিতরে বসেনা বুদ্ধির হাট!
কামনা বাসনা হলো সারা,
বায়োস্কোপের মাথা ন্যাাড়া!
ভাবো এবার সবাই যদি ঘরে ঘরে বায়োস্কোপ গড়ি!
হুররে হুয়া কেয়া মজা সবাই এসো বায়োস্কোপে চড়ি!
২৪/৮/২০২০
প্রধান শিক্ষক, বুড়িরচর এ এম জি মাধ্যমিক বিদ্যালয় ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক, বাবেশিকফো।

Categories