
ভ্রাতৃত্বের বন্ধনে বন্ধুত্বের সাড়ায়–
ফোরাম আজ শিক্ষকদের। সারা বাংলায়।
দেশের প্রতি কোণে যে যেথা যেভাবে রয়,
প্রাণের দাবিতে একই সুরে অধিকারের কথা কয়।
ছিলাম কে কোথায়? ছিলনা পরিচয়,
ফোরামের বন্ধনে আজ কতনা পরিণয়!
ফোরামপ্রেমী শিক্ষক সবে মোরা ভাই-বন্ধু ভাই,
এক সাথে একই সুরে অধিকারের গান গেয়ে যাই।
এসো মিলি শিক্ষকবন্ধু ফোরামের শীতল ছায়াতলে,
সাহসী কন্ঠে অধিকারের কথা বার বার যাই বলে।
অসময়ের বেলাভূমি পেরিয়ে সেদিন আশার ফুল ফুটবেই,
সময়তো হাসবেই গড়িয়ে অসময়;শিক্ষকদের জয় হবেই।