বাউবি র চলতি বছরের এসএসসি চূড়ান্ত পরীক্ষায় এবার পাসের হার ৬৫ দশমিক ৫৯ শতাংশ।

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২২

বাউবি র চলতি বছরের এসএসসি চূড়ান্ত পরীক্ষায় এবার পাসের হার ৬৫ দশমিক ৫৯ শতাংশ।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে চলতি বছরের এসএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয়ভিত্তিক ফল এবং চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত পরীক্ষায় এবার পাসের হার ৬৫ দশমিক ৫৯ শতাংশ।

চুড়ান্ত ফলাফল www.bou.ac.bd এই ওয়েবসাইটে এবং ১ম ও ২য় বর্ষের ফলাফল exam.bou.ac.bd এই ঠিকানায় পাওয়া যাবে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, এবার বাউবির এসএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় মোট ৪৭ হাজার ৮০২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে চূড়ান্ত পরীক্ষায় ২২ হাজার ২৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

গত ১৯ অগাস্ট দেশের ২৭৫টি কেন্দ্রে বাউবির এসএসসি পরীক্ষা শুরু হয়, প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠিত এ পরীক্ষা শেষ হয় ১৬ সেপ্টেম্বর। কোভিড-১৯ মহামারীর কারণে এবার পুনর্বিন্যস্ত পাঠ্যক্রমে এই পরীক্ষা নেওয়া হয়।


Categories