
*বাইপাস* ছন্দা দাশ
মনে এখন আর বিষাদের চাষ করিনা।
জানি অপেক্ষার রাত দীর্ঘ হয়, নিজের
ভেতর ভাঙা-গড়ার খেলায় চলছে জীবন।
কখনও আম-আঁটির ভেঁপু, কখনও হেলাল
হাফিজ।
সুজনেরা বলে বাস্তবতার সাথে সহবাস
করতে শেখ।তাহলে মানুষ হবি।
আমি শিশুর চোখে প্রশ্ন তুলি ‘মানুষ
কাদের বলে? আমি কি মানুষ নই?
আমি মানুষের মধ্যে মানুষ খুঁজতে গিয়ে
ক্রমশ ক্লান্তিতে হাল ভাঙা নাবিকের মতো
হয়েও আশ্রয় করেছি নিজেকেই।
প্রজন্মের যাত্রা শেষে উড়বেই বিজয়
নিশান।
বিষাদে তাই আর ভয় করিনা।
শেষ বলে কিছু নেই। সময়ই
ভিন্নপথ তৈরি করে সময়ের প্রয়োজনে।
-কবি ও গল্পকার-
১/৮/২০