বাংলাদেশ মানবাধিকার কমিশন নওগাঁ সদর উপজেলার কিত্তিপুর ইউনিয়নের কমিটি গঠনের অনুষ্ঠান

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মানবাধিকার কমিশন নওগাঁ সদর উপজেলার কিত্তিপুর ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) নওগাঁর কিত্তিপুরে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর উপজেলা মানবাধিকার কমিশননের নিবাহী সভাপতি ও। বা ংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত সভাপতি মোঃ ওয়াজকুরুন, সাধারণ সম্পাদক এ কে ফজলে মাহমুদ চাঁদ সদর উপজেলা শাখা, মোসলেম উদ্দিন আইন বিষয়কসম্পাদক সদর উপজেলা শাখা, সোহরাব হোসেন, প্রচারসম্পাদক সদর উপজেলা শাখা, ময়েজউদ্দিন আহমেদ,যুগ্ম সম্পাদক, জেলা শাখা, চন্দন কুমার দেব সাধারণ সম্পাদক নওগাঁজেলা মানবাধিকার কমিশন। আনুষ্ঠান পরিচালনা করেন নাহিদুজ্জামান রনি।