“বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার- প্রবাসীদের জন্য সঞ্চয় স্কিম চালু”

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২০

প্রবাসীদের জন্য এতদিন কেবল বৈদেশিক মুদ্রায় বিনিয়োগের সুযোগ থাকলেও এখন থেকে স্থানীয় মুদ্রা টাকায়ও বিনিয়োগ করতে পারবেন তারা।

সার্কুলারে বলা হয়েছে- প্রবাসীরা এখন থেকে মাসিক কিংবা ত্রৈমাসিক কিস্তিভিত্তিক সঞ্চয় স্কিম খুলতে পারবেন । এর মেয়াদ এক বছর কিংবা তারও অধিক হতে পারবে। সঞ্চয় স্কিমের স্থিতি জামানত রেখে ঋণ নেয়ারও সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা। এতদিন কেবল বৈদেশিক মুদ্রায় বিনিয়োগের সুযোগ থাকলেও এখন থেকে স্থানীয় মুদ্রা টাকায়ও বিনিয়োগ করতে পারবেন তারা।

এক্ষেত্রে বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলে কিংবা এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে প্রেরিত রেমিটেন্স নগদায়নের মাধ্যমে এবং বাংলাদেশে বেড়াতে আসার সময় প্রবাসীর সঙ্গে আনীত বৈদেশিক মুদ্রা দ্বারা তাদের নামে পরিচালিত বৈদেশিক মুদ্রা হিসাবের স্থিতি নগদায়নের মাধ্যমে সঞ্চয় স্কিমে অর্থ জমা করা যাবে।

বিদেশ গমনের পূর্বে কোনো জমা প্রদান ছাড়াই এ জাতীয় হিসাব খোলা যাবে বলে সার্কুলারে বলা হয়েছে।

এসব সঞ্চয় স্কিমে প্রতিযোগিতামূলক হারে সুদ প্রদান করতে পারবে ব্যাংক এবং বৈদেশিক মুদ্রা নগদায়নের মাধ্যমে পরিচালিত হিসেব বিবেচনায় সুদে বিশেষ সহায়তা প্রদানও করা যাবে। স্কিমের মেয়াদ পূর্তিতে হিসাবধারী প্রবাসীর মনোনীত ব্যক্তিকে ব্যাংক জমাকৃত অর্থ সুদসহ প্রদান করবে। আবার বিকল্প ব্যবস্থায় স্কিমের স্থিতি দ্বারা প্রবাসী নতুন করে তার নামে স্থায়ী আমানত হিসাব খুলতে পারবেন।

সার্কুলারে আরো বলা হয়েছে, স্থায়ীভাবে দেশে আসার পর উক্ত হিসাবের স্থিতি এককালীন কিংবা পেনশন পদ্ধতিতে মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে হিসাবধারী নিতে পারবেন। হিসাবধারী দেশে প্রত্যাবর্তন করলে স্থানীয় উৎসের আয় দ্বারা উক্ত স্কিম নিবাসী হিসাবের ন্যায় পরিচালনা করতে পারবে। এ ছাড়া বিদেশে অবস্থানকালে উপযুক্ত কারণে অর্থের প্রয়োজন হলে আবেদন দাখিল সাপেক্ষে প্রয়োজনীয় অর্থ বিদেশে প্রেরণের বিষয় বাংলাদেশ ব্যাংক বিবেচনা করবে।


Categories